Exam Pack – X Unit Test (1)

বিদ্যালয় বন্ধ থাকলেও, বন্ধ নেই পড়াশোনা।

কিন্তু পরীক্ষা ছাড়া পড়াশোনার অগ্রগতির মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না!
তাই দশম ছাত্রছাত্রীদের জন্য JUMP ম্যাগাজিনের ‘Exam Pack’ – Unit Test (1)।

Exam-Pack-এ থাকছে

✓ বোর্ডের গাইডলাইন মেনে প্রস্তুত প্রশ্নপত্র।

✓ ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং গণিতের একটি করে প্রশ্নপত্র।

✓ সবকটি প্রশ্নের মডেল উত্তর।

অর্থাৎ, এই পরীক্ষাগুলি দেবার পরে তোমরা নিজেরাই বাড়ি বসে, উত্তরপত্রের মূল্যায়ন করে নিতে পারবে।
রেজিস্ট্রেশন চার্জ মাত্র 49 টাকা!

Exam-Pack – Unit Test (1) এর সিলেবাস

ভৌতবিজ্ঞান

সিলেবাসঃ পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায়সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন।
প্রশ্নমানঃ 40 | সময়সীমাঃ 1 ঘণ্টা 30 মিনিট

জীবনবিজ্ঞানঃ
সিলেবাসঃ জীবন ও তার বৈচিত্র্য এবং জীবন সংগঠনের স্তর
প্রশ্নমানঃ 40 | সময়সীমাঃ 1 ঘণ্টা 30 মিনিট

গণিত
সিলেবাসঃ সরল সুদকষা, চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত ও সমানুপাত, দ্বিঘাত করণী, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য, আয়তঘন এবং লম্ব বৃত্তাকার চোঙ।
প্রশ্নমানঃ 40 | সময়সীমাঃ 1 ঘণ্টা 30 মিনিট

তোমাদের কিছু প্রশ্নের উত্তর

Exam-Pack এর জন্য কিভাবে নাম রেজিস্টার করবো?
উপরের যেকোন Register Now বোতাম ক্লিক করলে অথবা এই লিঙ্ক ক্লিক করলে Payment করার জন্য একটি পেইজ খুলে যাবে। তাতে নিজের নামসহ অন্যান্য তথ্য দিয়ে 49 টাকা পেমেন্ট করলেই Exam-Pack – Unit Test (1) এর জন্য রেজিস্টার হয়ে যাবে।

Exam-Pack – Unit Test(1) এর প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিভাবে পাবো?
নাম রেজিস্টার করার 24 ঘণ্টার মধ্যে তোমার রেজিস্টার হওয়া ইমেইল id তে 2টো আলাদা আলাদা মেইলে PDF আকারে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পৌঁছাবে। 24 ঘণ্টার মধ্যে ইমেইল না পেলে আমাদের সাথে 6291633564 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

Exam-Pack – Unit Test(1) এর পরীক্ষা দেবার পরে কি উত্তরপত্রের ছবি তুলে পাঠাতে হবে?
না, পরীক্ষা দেবার পরে যাতে তোমরা নিজেরাই নিজেদের খাতা মূল্যায়ন করে নিতে পারো সেই জন্য আমরা প্রতিটা প্রশ্নপত্রের মডেল উত্তরপত্র তৈরি করেছি। এই মডেল উত্তরপত্রগুলি দেখে খুব সহজেই তোমরা তোমাদের ভুলগুলি চিহ্নিত করতে পারবে।